চুয়াডাঙ্গা শহরের নামকরা কালু ভাইয়ের হোটেলে জরিমানা

মোঃ মুনাইম হোসেন (জীবননগর) প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়মের দায়ে একটি হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার দুপুরে সদর পৌর এলাকার রেল গেটের অদৃরে কালুর হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। হোটেলের স্যানিটারি লাইসেন্স না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা, নোংরা জিনিসের পাশে রেডি খাবার উন্মুক্ত রাখা পাওয়া যায়। এছাড়া কর্মচারীরা টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি করছেন। যত্রতত্র নোংরা ও মাছিতে ভরপুর মেঝেতে রান্না করা ও বিভিন্ন রেডি খাবার খোলা অবস্থায় রাখা এবং অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিক্রির দায়ে হোটেল মালিক শহিদুল ইসলাম কালুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযানে সহযোগিতা করেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার মাসুদ এর নেতৃত্বে সেনাবাহিনীর টিম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *