January 22, 2025, 11:25 pm
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
ভারতের বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলের ঘাটাইলে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঘাটাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় ঘাটাইল উপজেলার পৌর ডাকবাংলো প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের জামে মসজিদ এর সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সিরাজুল হক ছানার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন,পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করীম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ রায়হান মিয়া
ঘাটাইল প্রতিনিধি।।