প্রতিপক্ষকে ফাঁসাতে গভীর নলকুপে ভাঙচুরের নাটক

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নে(ইউপি)কুন্দাইন মৌজার একটি গভীর নলকুপে কথিত ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এঘটনায় সাদেকুল ইসলাম বাদি হয়ে ১০ জনকে বিবাদীকে করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সাদেকুলের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নিজ নামীয় গভীর নলকুপের তালা ভেঙ্গে নলকুপের যাবতীয় সামগ্রী লুটপাট, ভাংচুর এবং নলকুপের ঘরে থাকা ১৫ বস্তা ব্র্যাকের এ-গ্রেড আলু বীজ বিবাদীগণ ছিনতাই করে নিয়ে যায়। যার বাজার মূল্য ৯০ হাজার টাকা এবং নলকুপ ভাংচুরে ক্ষতির পরিমাণ প্রায় দেড়লাখ টাকা।
এদিকে বিবাদীগণের দাবি রাজনৈতিক বিরোধের জের ধরে, তাদের ফাঁসিয়ে বসে আনতে, প্রতিপক্ষ সাদেকুল ইসলাম ইচ্ছেকৃতভাবে গভীর নলকুপে ভাঙচুর ও লুটপাটের নাটক সাজিয়েছে। তারা বলেন, নিরপেক্ষ তদন্ত করা হলে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হবে।
স্থানীয়রা জানান, উপজেলা সৈনিক লীগের দাপুটে নেতা সাদেকুল ইসলাম।বিগত আওয়ামী লীগের ১৭ বছর এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সাদেকুল নিরহ কৃষকদের জিম্মি করে সেচ বাণিজ্যে করেছেন। তার দাপটে কৃষকেরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা বলেন,আওয়ামী সরকার পতনের পর কৃষকদের রোষানল থেকে বাঁচতে সে এসব নাটক করেছে। এবিষয়ে জানতে চাইলে সাদেকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিবাদীগণ দুষ্কৃতকারী প্রকৃতির লোক।তিনি বলেন, তারা তার গভীর নলকুপে ভাঙচুর ও লুটপাট করেছে। এবিষয়ে তানোর থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *