December 26, 2024, 10:47 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমুলক সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন খান,তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী,তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন। এছাড়াও ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের (ইউপি) প্রতিনিধি, এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এদিন জাতীয় দুটি দিবস সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।এছাড়াও প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা ও উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস,মহান বিজয় দিবস ও বিজয় মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসগুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে দিক নির্দেশনা দেওয়া হয়।#