রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

প্রেস বিজ্ঞপ্তি।

বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্দ্যোগে গত ০৫.১২.২০২৪ খ্রিঃ তারিখে প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে রংপুর ও গাইবান্ধা জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও ছিলেন প্রকৌশলী মোঃ তাওহিদ-আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম)।
উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে
১। জুই ব্রিকস (ঔটও), তালুক ইশাদ, পীরগাছা, রংপুর।
২। দুধিয়াগাড়ী গ্রীন ব্রিকস (উএই), দুধিয়াগাড়ী, পীরগাছা, রংপুর।
৩। মাইশা নিটল ব্রিকস (গঘই), ওমর খা, কৈকুড়ী, পীরগাছা, রংপুর।
২১। চৈতালী ব্রিকস-১ (গঈই), ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা।
২৩। চৈতালী ব্রিকস-৩ (গঈই), ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা।
২৪। আলটা ব্রিকস (অখঞঅ), সাকোয়া, ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা।
২৫। বাদশা ইটভাটা (ইইঋ), সাকোয়া, ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা।
২৬। হাবিব ব্রিকস (গঐই), ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা।
১৮। এস এন আর ব্রিকস (ঝঘজ), বিষ্ণপুর, তুলসীঘাট, সদর, গাইবান্ধা।
১৯। খান ব্রিকস (গকই), তুলসীঘাট, ফলিমারি, সদর, গাইবান্ধা।
২০। এন এস এল ব্রিকস (ঘঝখ), বল্লমঝাড়, তুলসীঘাট, সদর, গাইবান্ধা।
২৮। এ এম ই ব্রিকস (অগঊ), পুরাতন বাদিয়াখালী, সদর, গাইবান্ধা।
৩০। বি এম কে ব্রিকস (ইগক), রিফাইতপুর, বাদিয়াখালী, সদর, গাইবান্ধা।
১২। আর এন্ড এস ব্রিকস (জ্ঝ), তরফ বাজিত, সাদুল্লাপুর, গাইবান্ধা।
১৩। মৌচাক দই ঘর, তরফ বাজিত, সাদুল্লাপুর, গাইবান্ধা।
১৪। শেখ দই ঘর, তরফবাজিত, সাদুল্লাপুর, গাইবান্ধা।
১৫। এস আই বি ব্রিকস (ঝওই), কিশামত শেরপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা।
১৬। এ জেড ব্রিকস (অতই) বদলাগাড়ী, ইদ্রাকপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা।
১৭। এম এ বি ব্রিকস(গঅই), বদলাগাড়ী, সাদুল্লাপুর, গাইবান্ধা।
২২। চৈতালী ব্রিকস-২(গঈই), বড় গোপালপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা।
৪। বান্না ব্রিকস (ইগই),মতিনপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
৫। হিমেল ব্রিকস (গঐই), মন্মথ, বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
৬। মায়াজ রুহান ব্রিকস (গজই), পশ্চিম শিবরাম, সোনারায়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
৭। হোপ এগ্রো লিমিটেড (ঐঅই), শিবরাম, সোনারায়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
৮। মা বাবার দোয়া ব্রিকস (গউই), পশ্চিম শিবরাম, ফলগাছা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
৯। মা বাবার দোয়া ব্রিকস (গইউ), উত্তর শাহবাজ, বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
১০। কে এন এম ব্রিকস (কঘগ), কিশামাত, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
১১। মামুন এন্টারপ্রাইজ (ঋকগ) ব্রিকস, তালুক সর্বানন্দ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
২৭। আর এ বি ব্রিকস (জঅই), কালির বাজার রোড, ফুলছড়ি, গাইবান্ধা।
২৯। বি এম কে-২ ব্রিকস (ইগক), টেপা পদুমশহর, বোনারপারা রোড, সাঘাটা, গাইবান্ধা।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *