December 5, 2024, 1:51 am
প্রেস বিজ্ঞপ্তি।।
বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্দ্যোগে গত ০৪.১২.২০২৪ খ্রিঃ তারিখে প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে রংপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও ছিলেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে
১. এডভান্সড ব্রিকস এন্ড সিরামিকস, হেতেমপুর, মিঠাপুকুর, রংপুর
২. লিমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, জায়গীরহাট, মিঠাপুকুর, রংপুর
৩. সামির ফুড প্রোডাক্টস৷ জায়গীরহাট, মিঠাপুকুর, রংপুর
৪. রিতা বেকারী, জায়গীরহাট, মিঠাপুকুর, রংপুর
৫. মেসার্স চৌধুরী ব্রিকস, খোর্দ্দ কাশিনাথপুর, জায়গীরহাট, মিঠাপুকুর, রংপুর
৬. মেসার্স মায়ের দোয়া ব্রিকস, খোর্দ্দ কাশিনাথপুর, জায়গীরহাট, মিঠাপুকুর, রংপুর
৭. মেসার্স ফাইভ স্টার ওয়ান ব্রিকস, মকরমপুর, কাফ্রিখাল, মিঠাপুকুর, রংপুর
৮. মেসার্স বিএসবি ব্রিকস, জায়গীরহাট, মিঠাপুকুর, রংপুর
৯. মেসার্স ব্রাদার্স ব্রিকস, জানকিনাথপুর, জায়গীরহাট, মিঠাপুকুর, রংপুর
১০. মেসার্স এম এইচ ব্রিকস, চিথলী পূর্বপাড়া, মিঠাপুকুর, রংপুর
১১. মেসার্স বুশরা ব্রিকস, শীতলগাড়ি, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর
১২. মেসার্স এস আর বি ব্রিকস, রামপুরা, দুর্গাপুর, মিঠাপুকুর রংপুর
১৩. মেসার্স এফ পি বি ব্রিকস, দুগলাচারী, লতিবপুর, মিঠাপুকুর, রংপুর
১৪. মেসার্স তৃপ্তি বেকারী, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর
১৫. মেসার্স পুরাতন কল্পনা বেকারী, পুরাতন গরুর হাটি, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর
১৬. মায়া কনফেকশনারি এন্ড ফাস্টফুড, পুরাতন গরুহাটি, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর
১৭. মেসার্স এস আর এন ব্রিকস, সাহাপাড়া, হাজীপুর, পীরগঞ্জ, রংপুর
১৮. মেসার্স সিবিএফ ব্রিকস, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
১৯. মেসার্স এইচ এন আর ব্রিকস, শানেরহাট, পার্বতীপুর, পীরগঞ্জ, রংপুর
২০. মেসার্স এল কে এস ব্রিকস, ভগবতীপুর, মির্জাপুর, মিঠাপুকুর, রংপুর
২১. সাইমন ব্রেড এন্ড কনফেকশনারি, বৈরাতীহাট, মির্জাপুর, মিঠাপুকুর, রংপুর
২২. মেসার্স এ এম এস ব্রিকস, বৈরাতীহাট, মির্জাপুর, মিঠাপুকুর, রংপুর
২৩. মেসার্স মুন্সি ব্রিক ফিল্ড, কৈকুড়ি, পীরগাছা, রংপুর
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।