উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর সকাল ১১ টায় উজিপুর উপজেলা মিলনায়তনে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।পর্যায়ক্রমে  উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪২৬১ জন রেজিস্টার শিশুর মাঝে এ কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় সিআরএসএস এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা। কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার এনিমিতা বৈরাগীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও বরিশাল এসিও এর এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উজিরপুর এপি  সস্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, শিকারপুর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সিনথিয়া তন্বী,পল্লব জয়ধর প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *