সুজানগর প্রতিনিধিঃ কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেলা। এদিন ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে দুপুর ৩টায় কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাবিল হোসেনের সঞ্চালনায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর ও পদ্মা কলেজের অধ্যাপক ফারুক-ই আযম, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক ইয়াকুব আলী প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সদস্য আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্য সাফা, হোমিও চিকিৎসক সাইফুল্লাহ ফুল, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন , উপজেলা পোস্ট মাস্টার আফজাল হোসেন,ছাত্র প্রতিনিধি শেখ রাফি, স্থানীয়দের মধ্যে ফিরোজ রানা, বাদশা, হিরা, উপজেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর প্রামানিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক শাহীন এবং সহকারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন চঞ্চল। উদ্বোধনী দিনের খেলায় কাঁচারীপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে সাতবাড়ীয়া উপেন্দ্রনগর ক্রিকেট একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদেও বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।

Leave a Reply