বিন্না ইয়ংমেন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন,

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

বিন্না ইয়ংমেন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আজ, ৩০ নভেম্বর শনিবার বিন্না ইয়ংমেন্স ক্লাবের মাঠ প্রাঙ্গণে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহাবুবুল আলম, শহিদুল ইসলাম বাহাদুর, এনামুল হক রতন, মিজানুর রহমান রানা এবং আজাহারুল ইসলাম টুটুল। তারা ক্লাবের বিগত দিনে ক্লাবের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ক্লাব সদস্যদের পক্ষে বক্তব্য প্রদান করেন রিয়াদুল ইসলাম রিদুল, সাইফুল ইসলাম সহ আরও অনেকে। তাদের বক্তব্যে ক্লাবের অতীত ঐতিহ্য, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা সুন্দরভাবে তুলে ধরা হয়।

এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সোহেল মৃধা, মশিউর, মিজান, সোহেব এবং নেছারাবাদ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব। এছাড়াও থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উক্ত সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের জমিদাতা ওয়াজেদ আলী মিয়া। সভায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ক্লাবের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বদের। বিশেষ করে আলহাজ্ব মরহুম জয়নাল আবেদীন, মরহুম রহমআলী বেপারী, মরহুম হাজী হাবিবুর রহমান বেপারী, মরহুম সাইয়াদুর রহমান, এবং মোসারফ মাস্টার সহ সকল প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য বিন্না ইয়ংমেন্স ক্লাব ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় যার রেজিস্ট্রেশন নম্বর: ২৪৫৯/৬৪ এবং ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে সমাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে সমাজ উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *