আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি পিরোজপুর)প্রতিনিধি//
স্বরূপকাঠিতে ১০০ পিস ইয়াবা সহ নারি টিকটকার রাবেয়া আক্তার সাথী(৩৮) এবং সাইফুল ইসলাম শাওন মাঝি(৩৫) নামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ইয়াবা বেচা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে দুইজনের নামেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা মামলা রজু করেছেন। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখ এর মেয়ে। এছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। গ্রেফতারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুইজন মাদক ব্যবসায়ি। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নেছারাবাদ(স্বরূপকাঠি) থানার ওসি মো: বনি আমীন জানান, শুক্রবার সন্ধ্যায় কামারকাঠিতে ইয়াবা বেচা বিক্রি করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে তাদের গ্রেফতার করতে স্বক্ষম হয়। তিনি বলেন, তারা দু’জনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা রজু কওে শনিবার সকালে তাদের পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply