আরিফুর রহমান মাদারীপুর
বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিজ্ঞা নিয়ে আপনাদের দোরগোড়ায় আমরা এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ৩০ শে নভেম্বর সকাল দশটায় মাদারীপুর শহরের নতুন শহর পৌর কমিউনিটি সেন্টারে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকদের সাথে আলোচনা, সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব কর্তব্যের ও অভিভাবকদের করনীয় বিষয় বস্তুর সম্পর্কে গুরুত্ব দেওয়া ,বাৎসরিক শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ, শিক্ষার্থীদের ইসলামী সংগীত পরিবেশন,শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় শিক্ষার্থীদের ইংরেজি ও আরাবি ভাষায় বক্তব্য, ইংরেজিতে কথোপতনসহ নানার আয়োজনের মধ্যে দিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে মাওলানা বাকি বিল্লাহর সঞ্চালনায় , আলহাজ্ব আব্দুল মজিদ খান এর সভাপতিতে । প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হারুন আর রশিদ, চেয়ারম্যান মাদারীপুর ক্যাডেট মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান খান। আলহাজ্ব আব্দুল মজিদ খান,ভাইস চেয়ারম্যান মাদারীপুর ক্যাডেট মাদ্রাসা। মাওলানা সোবহান খান, সাবেক আমির মাদারীপুর জামাত ইসলামী । ডাক্তার মোশারফ হোসেন মাসুদ অধ্যক্ষ আল মানারাত কলেজ, মাওলানা মোখলেছুর রহমান জামাত ইসলামী জেলা আমির মাদারীপুর। এছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,হাফেজ মোহাম্মদ এনায়েত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মাদারীপুর ক্যাডেট মাদ্রাসা।
আরিফুর রহমান মাদারীপুর।।

Leave a Reply