মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের মোহরানা জাল জালিয়াতির অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ উপজেলার ৪নং বেলকা ইউনিয়নের একতা বাজারে এলাকাবাসীর আয়োজনে সংশ্লিষ্ট ইউপি নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ আবু রায়হান (তারা) এর বিরুদ্ধে বিয়ের দেন মোহরানা ২ লক্ষ ৮০ হাজার টাকা হতে জাল জালিয়াতির মাধ্যমে ৫ লক্ষ ৮০ হাজার টাকা করার অভিযোগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বেলকা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি
মামুন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক
ফিরোজ কবির, সদস্য মাইদুল ইসলাম,আমিনুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য– বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের এজারুল ইসলামের কন্যা নিলুফা ইয়াসমিনের সাথে একই গ্রামের দুলা মিয়ার ছেলে হাফিজুর রহমানের ২০২০ সালে ২ লক্ষ ৮০ হাজার টাকা ধার্যপূর্বক বিবাহ সম্পন্ন হলেও এখন আদালত মামলা হলে জানা যায় মোহরানা ৫ লক্ষ ৮০ হাজার কাবিননামায় ওঠানো হয়েছে।

Leave a Reply