কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৮.১১.২০২৪ ইং তারিখে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার কলেজ রোডে অবস্থিত মেসার্স সাহা ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানে ডিজেল ডিসপেনসিং ইউনিটে সীলমোহর অবিকৃত না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- জরিমানা আদায় করা হয়। এছাড়া উলিপুর রোডে অবস্থিত মেসার্স প্রিয়ম ফিলিং স্টেশনের সকল ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া যায় এবং সীলমোহর অবিকৃত পাওয়া যায়। এছাড়াও উপজেলার গোরস্থান সংলগ্ন ফলের দোকানে ওজন যন্ত্রসমূহ যাচাই করে সঠিক পাওয়া যায়।

উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব মোঃ বদরুজ্জামান রিশাদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ নাসির উদ্দিন।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *