আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রামপালে সমাবেশ করেছে বিএনপি, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি

বায়জিদ হোসেন,
মোংলা প্রতিনিধি:
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে রামপাল উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় হুড়কা ইউনিয়ন বিএনপির আয়োজনে ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনায় বাবুর বাড়ি জিরোপয়েন্ট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার মুজিবর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল শেষে জিরোপয়েন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী। এ সময় অন্যান্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সদস্য শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সরদার মাহাফুজুল হক চিক, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইবরাহীম হোসেন বক্তৃতা রাখেন।

বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করেছে।
বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। নতুন করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে। ফ্যাসিবাদী শক্তি সুপরিকল্পিতভাবে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা যারা যুদ্ধ করেছিলাম তারা কেন এখন অনৈক্য সৃষ্টি করছি? বিভিন্ন জায়গা থেকে পরস্পরবিরোধী বক্তব্য শুনলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। রাজপথের আন্দোলনের মাধ্যমে দেশকে ভিন্ন দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *