তারাগঞ্জে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষো-ভ

খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:

ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের কর্তৃক শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে হত্যা ও চট্টগ্রাম কোর্ট মসজিদে ভাঙচুর, মুসল্লিদের উপর
হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তারাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

গতকাল বুধবার বিকেলে তারাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি তারাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠ হতে বের হয়ে ভেতর বাজার প্রদক্ষিণ করে নতুন চৌপতিতে বাসস্ট্যান্ডে পৌঁছে শোক সভার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় জঙ্গি, ইসকন জঙ্গি, এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়, সারা বাংলায় খবর দে, ইসকনের কবর দে’ এমনসব স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।

বৈষম্য বিরোধী আন্দোলনের আলামিন আকাশ ও শিহাব সারার বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসরদের ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে চিন্ময় কৃষ্ণ দাসের বিচার দাবি করেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *