November 27, 2024, 5:35 am
প্রেস বিজ্ঞপ্তি।
বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্দ্যোগে গত ২৬.১১.২০২৪ খ্রিঃ তারিখে প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে রংপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও ছিলেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে
১. মেসার্স রনী ব্রিকস ম্যানুফ্যাকচারার-২ (জইগ-২), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।
২. মেসার্স মদিনা ব্রিকস (গঙউওঘঅ), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।
৩. মেসার্স এম আর ব্রিকস (গজই), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।
৪. মেসার্স ব্রাদার্স ব্রিকস কোং, নাসিরাবাদ, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর।
৫. স্বাদ বেকারি, এরশাদ মোড়, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর।
৬. মেসার্স মা বেকারী, এরশাদ মোড়, রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর।
৭. মেসার্স এ এইচ বি ব্রিকস, রুপসি, খোরাগাছ, মিঠাপুকুর, রংপুর
৮. গ্রীন ব্রিকস, রুপসি, ফকির পাড়া, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর।
৯. মেসার্স এন আর ডাব্লিউ ব্রিকস, রুপসি, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর
১০. মেসার্স মা ব্রিকস (গগই), রুপসী, লালপুকুর, মিঠাপুকুর, রংপুর
১১. ভাই ভাই বেকারি, বকুলতলা, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর
১২. মেসার্স মান্নান বেকারী, পদাগঞ্জ, মিঠাপুকুর, রংপুর
১৩. মা-বাবা কনস্ট্রাকশন, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর
১৪. মেসার্স রহিমা ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর
১৫. মেসার্স এস এন বি ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর
১৬. মেসার্স অরুন্নেসা ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর
১৭. মেসার্স মাস্টার এয়ার ব্রিটিশ ফিল্ড, গুটবাড়ী বাজার, ছড়ান, মিঠাপুকুর, রংপুর
১৮. মেসার্স এ আর বি ব্রিকস ফিল্ড (অজই), আটপুনিয়া, ছড়ান, মিঠাপুকুর, রংপুর
১৯. মেসার্স টিএমবি ব্রিকস, কেশবপুর, মিঠাপুকুর, রংপুর
২০. মেসার্স ফয়সাল ব্রিকস ফিল্ড (ঋওঋ), দুর্গাপুর, মিঠাপুকুর, রংপুর
২১. মেসার্স ই এস ব্রিকস ফিল্ড (ঊঝই), বাসুদেবপুর, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর
২২. মেসার্স আর বি ব্রিকস, ছিলিমপুর, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর
২৩. মেসার্স আর বি বি ব্রিকস, ভাদুরাঘাট, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর
২৪. মেসার্স উত্তরণ ব্রিকস, শাল্টি, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর
২৫. মেসার্স এম এইচ বি ব্রিকস, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর
২৬. মেসার্স এইচ ডি বি ব্রিকস, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর
২৭. ভাই ভাই ব্রিকস, দানিশনগর, পীরগঞ্জ, রংপুর
২৮. মেসার্স এল আর বি ব্রিকস, চৈত্রাকল, অনন্তরাম, পীরগঞ্জ, রংপুর
২৯. এ এস বি ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর
৩০. এন টি এন ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর
৩১. এম ডি বি ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর
৩২. এ আর বি ব্রিকস, খালাশপীর, পীরগঞ্জ, রংপুর
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।