থানচিতে বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহ-ত

থানচি (বান্দরবান) প্রতিনিধি।মথি ত্রিপুরা।

বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) অনুমানিক বেলা ২ টা সময় থানচি বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক সিংলক ম্রো (১৭) গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

জানা যায়, বিকাল ২টা সময় বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় থানচি থেকে আসা বি-সেভেন্টি গাড়ি সাথে বলিবাজার থেকে নিজের বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। আহত অবস্থায় চিকিৎসা সেবা নিতে তাৎক্ষণিকভাবে বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে সিংলক ম্রো মারা যায়। এসময় বি-সেভেন্টি গাড়ি যাত্রী সহ চালক ৪জন  অক্ষত অবস্থায় রয়েছে। সংঘর্ষে কারন হিসেবে উভয়ের গাড়ি ড্রাইভারের দ্রুততার সাথে গাড়ি চালানোকে দায় করা হয়। তবে ঘটনাস্থল উপস্থিত স্থানীয়দের অনুমান বি-সেভেন্টি গাড়ি চালক রং সাইডে চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্হানীয় এলাকায় বাসীরা জানান।

নিহত সিংলক ম্রো কমচম ম্রো ছেলে তিনি বলিপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাকখয় কমান্ডার পাড়া বলে জানা যায়। বি-সেভেন্টি গাড়ি চালক মোঃ আকতার (২৩) পিতা আবদুল মালেক তিনি লামা বাজার পাড়া, ৬নং ওয়ার্ড, লামা পৌরসভা বাসিন্দা বলে জানা গেছে।

এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার বলেন, বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনার শুনেছি। তবে মরে যাওয়ার খবর এখনো পায়নি। আর এই নিয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *