November 27, 2024, 5:39 am
প্রেস বিজ্ঞপ্তি।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন গাইবান্ধা এর উদ্যোগে ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে গাইবান্ধা সদরের দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই হতে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয় বিতরণ করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮” অনুসারে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স মিল্টন বেকারী, সদর, গাইবান্ধা এবং মেসার্স পল্লী ফুডস, পার্ক রোড, সদর, গাইবান্ধা। হোয়াইট ব্রেড পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মিল্টন বেকারীকে ৫,০০০/= টাকা এবং হোয়াইট ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মেসার্স পল্লী ফুডসকে ১০,০০০/= টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন গাইবান্ধার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) সন্দীপ দাস।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।