মোংলা প্রতিনিধি।
মোংলায় স্কুল মাদ্রাসা শিক্ষকদের নিয়ে পরিবার পরিকল্পনার মাল্টি-স্টেক হোল্ডারদের সাথে কিশোর স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত সোমবার (২৫ নভেম্বর ) সকালে মোংলা উপজেলা অফসার্স ক্লাবে এ কর্মশালায় সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লা। কর্মশালায় বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,পরিবার পরিকল্পনার জেলার এডি ডা.দীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিত্বে দেব কুমার পাল কর্মশালায় বলেন কৈশোরকালীন স্বাস্থ্যের উপরে জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণের মাধ্যমে তাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে উক্ত কর্মশালার শিখন প্রচার ও প্রসারে উৎসাহিত করেন।
মোংলায় মাল্টি-স্টেক হোল্ডারদের সাথে কিশোর স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত

Leave a Reply