বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
আজ ২৫ নভেম্বর সকাল ১০ ঘটিকায় মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনে টুরিস্ট পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এর সাথে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে পর্যটনের বিকাশ নিয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর জনাব আরিফ আহমেদ মোস্তফা, জি এনইউপি,এনডিসি,এএফডাবলুসি পিএস সি, পরিচালক (বন্দর এবং ট্রাফিক ডিপার্টমেন্ট) জনাব আরিফ উদ্দিন,টুরিস্ট পুলিশের ঢাকা-ময়মনসিংহ- সিলেট ডিভিশনের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সাখাওয়াত হোসাইন, টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা ও ঢাকার জোনের জোন ইনচার্জ মোঃ শফিকুর রহমান পিপিএম এ সময় উপস্থিত ছিলেন। সভায় মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে আগত দর্শনার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাওয়া ঘাটে অবৈধভাবে টোল আদায়,বখাটেদের উৎপাত, দর্শনার্থীদের বিভিন্নভাবে হয়রানি, উন্নত মানের ওয়াশরুম ব্যবস্থা সন্ধ্যার পরে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সাখাওয়াত হোসেন বলেন, পর্যটন শিল্পের প্রাসারে টুরিস্ট পুলিশ একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে অন্যান্য স্টেক হোল্ডার কে ও এগিয়ে আসতে হবে। ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন, মাওয়া ঘাটে খুব শীঘ্রই টুরিস্ট পুলিশের একটি সেবা ও তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। এখান থেকে আগত সকল দর্শনার্থীরা ট্যুরিজম সম্পর্কিত সব ধরনের তথ্য ও নিরাপত্তা সেবা পাবে। এজন্য বিআইডব্লিউটিএর সহযোগিতা তিনি কামনা করেন। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, টুরিস্ট পুলিশ এবং বিআইডব্লিউটিএ পর্যটন শিল্পের বিকাশে একসাথে কাজ করবে। এবং শুধু মাওয়া ঘাটেই নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি ও তিনি ব্যক্ত করেন।
Leave a Reply