পঞ্চগড়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

মোহাম্মদ বাবুল হোসেন. পঞ্চগড় ;

জেলায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার পঞ্চগড়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সদর থানা পুলিশের আয়োজনে জগদল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস,পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ,পঞ্চগড় ট্রাফিক পুলিশ পরিদর্শক চন্দন কুমার রায়,জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। মাদক,নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি,দূষ্কৃতিকারী বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *