May 9, 2025, 4:24 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট প্রেসক্লাব কার্যালয় পরিদর্শন ও চারঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মর্তুজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলার সেক্রেটারী আইয়ুব আলী, সহকারী সেক্রেটারী সুফেল রানা ও তরিকুল ইসলাম, চারঘাট পৌরসভা জামায়াতের আমীর নকীব উদ্দিন ও সেক্রেটারী হাফিজুল হকসহ উপজেলা জামায়াতের সকল ইউনিয়নের সভাপতি-সেক্রেটারী ও জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
চারঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, যুগ্ন-সম্পাদক সজীব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাসসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জামায়াত নেতারা বিগত দিনে তাদের উপর নির্যাতন ও নিপিড়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে। জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানের বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।