November 21, 2024, 6:21 am
আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০শে নভেম্বর দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গোবিন্দগঞ্জের কাটাখালী বালুয়া-বিশুবাড়ী সড়কের বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগীর সহধমির্নী নাছরীন নাহার,শিক্ষার্থী সাইদুল ইসলাম, আল রিয়াদ,নাজমুল হুদা,মারুফ মিয়া,মাহাবুব মিয়া,লোহিন মিয়া, আমিনুল ইসলাম ও মিরাতুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে ভুক্তভোগীর সহধমির্নী,শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেয়।
বক্তারা বলেন,২০১৪ সালের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। তাদের দাবী সংবাদ প্রকাশের জেরে শিক্ষক সুমনকে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। উদ্দেশ্যে প্রণোদিত এই মিথ্যা হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারসহ মামলা দায়েরের পিছনে যারা জড়িত তাদেরকে সামনে আনার দাবী জানান বক্তারা।
উল্লেখ্য; গত ১৪ই নভেম্বর সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনসহ ১১ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে গোবিন্দগঞ্জ পৌর এলাকার শিল্পপাড়া বর্ধনকুঠি মহল্লার নুরুন নবী প্রধানের ছেলে তায়ারাত তানভীর প্রধান বাদী হয়ে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা (নং-১৫, ১৪/১১/২৪) দায়ের করেন।।