উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মরণসভা অনুষ্ঠিত

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা অডিটরিয়ামে স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশালের দৈনিক বিপ্লবী বাংলাদেশের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, উপজেলা বাসদের আহবায়ক মনজুর মোর্শেদ সহ অনেকে। সভায় বক্তারা বলেন ফেসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে সামান্যতম সম্মান দেওয়া হয়নি। তাকে খেতাবে ভূষিত না করে খেতাব কেটে দেওয়া হয়েছে।প্রকৃত মুক্তি যোদ্ধাদের বাদ দিয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরী করা হয়েছে। মেজর এম এ জলিলকে মরনোত্তোর খেতাবে ভূষিত করে তার নামে বরিশাল বিমানবন্দর নামকরনের দাবী জানান তারা।সভা শেষে মেজর এম এ জলিল স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করেন অতিথিবৃন্ধ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *