December 22, 2024, 11:06 am
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে এনজিও সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর উদ্যোগে সাবান, এমএইচএম কীটসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলার মহব্বতপুর বাজারে সুরমা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এফআইভিডিবি’র সুরমা ইউনিয়নের ২৫০ জন উপকারভোগীর মধ্যে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ, ইউপি সচিব শামছুল আলম, ইউপি সদস্য মোঃ হাছন আলী দুখু, এফআইভিডিবি’র সুরমা ইউনিয়ন মোবিলাইজার আলমগীর হোসেন, ভলান্টিয়ার আশিস রহমান, সাবিনা আক্তার, সম্পা পুরকায়স্থ প্রমুখ।