গাইবান্ধায় ডাক বিভাগের ইডি প্রথা বাতিল ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আলোচনা

 মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ডাক বিভাগের ইডি প্রথা বাতিল ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে উপজেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলা ডাকঘর চত্বরে গাইবান্ধা জেলা শাখার বৈষম্য বিরোধী ইডি কর্মচারী জোটের আয়োজনে ও সমন্বয়ক বৈষম্য বিরোধী ইডি কর্মচারী জোটের নেতা মোঃ ফিরোজ কবিরের আহবানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পোস্ট মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ইডি কর্মচারী জোটের প্রধান সমন্বয়ক মোঃ আবু জাহিদ, ইডি কর্মচারী মিজানুর রহমান প্রমূখ। সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ডাক বিভাগের সকল কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশের অবহেলিত এই আর্দশ সেবাদানকারী কর্মচারীদের দুঃখ দুর্দশা দেখার কেউ নাই। একারণে তাদের বেতনভাতা বৃদ্ধির দাবি জানিয়ে সংশ্লিষ্ট উর্ধতন মহলের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *