December 22, 2024, 4:27 pm
আনোয়ার হোসেন,
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
বরিশাল বিভাগীয়ধীন আরামকাঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর
সাধারণ সদস্যদের অংশগ্রহণে “২২ তম”
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই নভেম্বর শনিবার সকাল দশটায় সমবায় সমিতির জলাবাড়ি প্রজেক্টের মাঝে ঐ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক নেছারাবাদ উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেছারবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাসান রকি, স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম সাবেক মেয়র স্বরূপকাঠি পৌরসভা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আমিনুল ইসলাম তালুকদার, স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আরামকাঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর পরিচালক মোঃ রাহমাতুল্লাহ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায় সাইফুল ইসলাম উজ্জ্বল, এবং স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।এছাড়াও সমবায় সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।পরে সমিতির সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।