December 23, 2024, 3:03 am
আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছায় সামান্য ভুলের কারণে পানিতে ডুবে আয়ান হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের ৫নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামে।
নিহত আয়ান ওই গ্রামের পিন্টু রহমানের ছেলে। পরিবার সুত্রে জানাগেছে, সকালে ঘুম থেকে উঠে আয়ান উঠানে রাজহাঁসের সাথে খেলা করছিলো । এসময় ওর মা পপি খাতুন ছেলেকে উঠানে খেলতে দেখে রান্না ঘরে রুটি বানাচ্ছিল। এরই ভেতর কোন এক সময়ে আয়ান রাজহাঁস তাড়াতে তাড়াতে বাড়ির পিছনের ডুবার ধারে যায়। এবং ডোবায় পড়ে গিয়ে মারা যায় আয়ান। পরে খোঁজাখুজির এক পর্যায়ে ডোবায় তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা আয়ানের মা বাবাকে জানায়। পরে ডোবা থেকে আয়ানের লাশ উদ্ধার করা হয়।
আয়ানের বাড়িতে এখন শোকের মাতম চলছে।