November 14, 2024, 4:29 pm
প্রেস বিজ্ঞপ্তি।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং পাটগ্রাম উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ১২.১১.২০২৪ ইং তারিখে পাটগ্রাম উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে মেসার্স মা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ব্রেড ও বিস্কুট পণ্য বিক্রি করায় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০,০০০/- জরিমানা অনাদায়ে তিনমাস কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং অতি সত্বর লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পাটগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নুরুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আহসান হাবীব।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।