December 26, 2024, 5:22 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে চলতি অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্য মুখী চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ও অড়হড় ফসল আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ১০ হাজার ৬৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গত ১১ নভেম্বর
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানপ্রমুখ।
কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রণোদনার আওতায় এক হাজার ২০০ জন কৃষককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০ জন কৃষককে ১০ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৯ হাজার কৃষককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।এছাড়াও ৩০০ জন কৃষককে মসুর ডাল বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। অন্যদিকে ১০ জন কৃষককে খেসারী ডাল বীজ ৮ কেজি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়। শীতকালীন পেঁয়াজ বীজ দেয়া হয় ৫০ জন কৃষককে তাদের এক কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি এবং অড়হড় বীজ দেয়া হয়। এছাড়াও ৪০ জন কৃষককে ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এসময় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার উপকারভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।