ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
৭নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও ওসংহতি দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ঝালকাঠির নলছিটি গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন সহ অন্য নেতা কর্মীরা। ১৯৭৫ সালে কারা বন্দি থেকে ৭ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। সেই থেকেই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছর আলোচনা সভা ও সমাবেশ করে আসছে বিএনপি।
সমাবেশে বক্তারা বিগতদিনে আওয়ামীলীগের দুঃশাসনের বিভিন্ন দিক তুলে দরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দল সরকার ঘঠনের লক্ষে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply