November 13, 2024, 12:02 am
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মুছার বিরুদ্ধে নানা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ ইব্রাহীম গাজী। তিনি শনিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে মোঃ ইব্রাহীম বলেন, আমি দীর্ঘদিন ছাত্রদল রাজনীতি ও পরে লতা ইউপি’র বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বর্তামানে উপজেলা কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছি।
তিনি আরোও বলেন, লতা ইউনিয়ন হিন্দু অধ্যুষিত এলাকায় বহুহিন্দু পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তারা ইতোপুর্বে সংগঠনকে উজ্জ্বিবিত করে রেখেছিল।
কিন্তু বর্তমানে ইউনিয়ন কমিটিতে হিন্দুদের বাদ রেখে সাধারণ সম্পাদক মুছাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সর্বশেষ গত ৫ আগস্টে আ’লীগ সরকারের পতনের পর লতা ইউনিয়নে বহু হিন্দুদের মারপিট সহ মুছার নেতৃত্বে অত্যাচার, নির্যাতন,বাড়ী ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- লুটপাট করা হয়েছে। এমনকি মুছা ও তার লোকজন জেলা ও উপজেলা বিএনপির সভাপতির নাম ভাঙিয়ে মামলার ভয় দেখিয়ে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে এমন অভিযোগ করেন দলীয় সহ সভাপতি ইব্রাহিম গাজী । তিনি বলেন এখনো তার অত্যাচারে আমরা সবাই অতিষ্ঠ।
তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুছার অত্যাচার থেকে রক্ষা পেতে পারি সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তুহিন,ওমর ফারুক মিঠু, আক্তার,মাসুদ, জিয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম, মীর রুবেল ও শহিদ সানা, আবু তৈয়েব, শহীদ সানা,মাসুদ মোল্লা।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।