November 12, 2024, 11:53 pm
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া ।।
টাঙ্গাইলের ঘাটাইলে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গনবেশ অনুষ্ঠিত হয়েছে।ঘাটাইল উপজেলা বিএনপি (৯নভেম্বর) শনিবার এই গনসমাবেশের আয়োজন করে ঘাটাইল উপজেলা বিএনপি। উক্ত জনসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইচ চেয়ারম্যান এডভোকেট আহম্মেদ আযম খান।প্রধান বক্তা হিসাবে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সিরাজুল হক ছানা-সভাপতি ঘাটাইল উপজেলা বিএনপি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম,সভাপতি পৌর বিএনপি অনুষ্ঠান পরিচালনা আলহাজ বিল্লাল হোসেন ও পৌর বিএনপি সাধারনসাধারন সম্পাদক আনোয়ার হোসেন হেলাল।এ ছাড়া সমাবেশে উপজেলা বিএনপি,পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদক সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন দেশ কিভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় এ ব্যাপারে বিএনপি নেতা কর্মীরা ভালোভাবে বুঝে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান জন্য লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কাজেই দেশ কিভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে। ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, গণতন্ত্র হরণ করা হয়েছিল। ত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছিল।