বিচারককে জুতা নিক্ষে-প করায় এক নারীর দুই মাসের কারাদ-ণ্ড

মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে মিনারা আক্তার নামের এক নারীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী (অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন।

 

বিকেল তিনটায় দণ্ডাদেশ হওয়ার পর থেকে ওই নারী আসামির সাথে তার চার বছরের সন্তান আদালতের হাজতখানায় বিকেল ৫টা পর্যন্ত ছিল। আসামির কোনো আত্মীয় স্বজন না আসায়, আইনজীবীর সহকারী তাকে জোর করে নিয়ে আসেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে। এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর আদালত অবমাননা ও হট্রোগোল করার অভিযোগ তুলে মিনারা আক্তারকে আসামি করে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে সিআর (নালিশি) মামলা দায়ের করে।

জানা যায়, জমিজমা সংক্রান্ত জেরে গত বছরের ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো. ইয়াকুব আলী ও তার ভাই আব্দুল জব্বার, মমিন, মকছেদ এর সাথে মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী। এ ঘটনায় তার মেয়ে মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১১ ডিসেম্বর আদালতে আসামি পক্ষ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারককে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *