গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডোমেরহাট ইনসাফ আলী সরকার আর্দশ স্কুল ও মাদরাসার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট স্কুল কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের অধ্যক্ষ রওশন আলম সঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের প্রভাষক গোলাম সরওয়ার মওলা, সাংবাদিক মোঃ আনিসুর রহমান আগুন, ইংরেজী শিক্ষক মোঃ মাসুদ রানা, আলমগীর হোসেন খাঁন, মোঃ আমিনুল ইসলামসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি রেলি রামজীবন ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে স্কুলটির সার্বিক কল্যাণে দোয়া কামনা করা হয়।
Leave a Reply