পাথরঘাটায় ইউপি সদস্যের উপরে দুর্বৃ-ত্তদের হা-মলা।

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় আলমগীর শেখ নামক এক ইউপি সদস্যের উপরে দুর্বৃত্তরা হামলা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে বলে আলমগীর শেখের ছেলে আমিনুল ইসলাম রণি জানিয়েছেন।

খোজ নিয়ে জানা যায়, ভিজিএফ কার্ডধারীদের সহায়তার চাউল প্রদান করার উদ্দেশ্যে পাথরঘাটা খাদ্যগুদামে যাওয়ার পথে নতুন বাজার ব্রিজের দক্ষিণ পাড়ে একটি চা’দোকানের কাছে ১০/১২জনের একদল দুর্বৃত্ত তার ওপরে হামলা চালায়। হামলায় কিল-ঘুষি এবং মারধরের সময় আলমগীর শেখ মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসে।

ঘটনায় আলম মোল্লা নামক একজনের সংপৃক্ততা রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ।

অমল তালুকদার
পাথরঘাটা বরগুনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *