স্বরূপকাঠিতে দিনে দুপুরে দুর্ধ-র্ষ ডাকা-তি বৃদ্ধাকে শ্বাসরোধ করে হ-ত্যা করে সর্বস্ব লু-ট

আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি//

স্বরূপকাঠির সুটিয়াকাঠিতে দিনের বেলায় শেফালী বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্যরা। মঙ্গলবার বেলা ১ টার পূর্বে কোন এক সসময় ওই ঘটনা ঘটেছে বলে বৃদ্ধার ছেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেছে।

এনামুল হক জানান, তিনি তার স্ত্রী ও ছোট ভাই শিক্ষক। নিত্য দিনের মত সকালে তারা সকলেই বিদ্যালয়ে চলে যান। তার ছেলে তাহজিদও মাদ্রাসায় যায়। ছোট ভাই রিয়াজের স্ত্রী গত শনিবার বেড়াতে গিয়েছে। ঘটনার সময় তাদের মা শেফালী বেগম ভবনের দোতলায় একাই ছিল। এনামুল হক জানান, বেলা ১ টার কিছু পূর্বে আমার ছেলে তাহজিদ মাদ্রাসা খেকে বাসায় ফিরে দাদীকে হাত পা রশি দিয়ে বাধা এবং গলায় রশি পেচানো। এ অবস্থা দেখে সে ডাক চিৎকার দিলে লোকজন এসে শেফালী বেগমকে পার্শবর্তী জাহানারা ক্লিনিকে নিােয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, বাসার আলমিরা শোকেস ভেঙে তসনস করে নগদ এক লাখ টাকা ৬ -৭ ভরি স্বর্নালংকার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্তকাজ চালাচ্ছি। উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সিআইডির টিম ঘটনাস্থলে পৌছে তদন্ত কর্যক্রম শুরু করেছে। আমাদের উর্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আসতেছেন তদন্তের কাজ চলমান রয়েছে।###

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *