শপথ নিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন

মোহাম্মদ বাবুল হোসেন. পঞ্চগড় প্রতিনিধি:

২০২৫-২৬ কার্যকালের জন্য পূণরায় নির্বাচিত হওয়া পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইনের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা জামায়াত আয়োজিত এক সদস্য সম্মেলনে তাকে শপথ পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ইকবাল হোসাইন।

পঞ্চগড় চেম্বার ভবনের হল কক্ষে শপথ গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম প্রমূখ।

এর আগে, গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠণ ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করেন। তারও আগে, আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে এ জেলার রুকনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শপথ গ্রহণ শেষে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘শপথের মাধ্যমে নতুনভাবে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই।’ সঠিকভাবে দায়িত্ব পালনে রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *