এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার পদ্মা নদীর সাতবাড়ীয়া কাঞ্চনপার্ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীর শরীরে কোন পোষাক ছিলনা,ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশটি প্রায় অর্ধ গলিত। মুখের অনেক অংশ পচে যাওয়ায় লাশটি বিকৃত হয়ে গেছে। পুলিশের ধারণা, ওই নারীর বয়স ২৬ বছর। জানাযায়, শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার পদ্মা নদীর কাঞ্চন পার্ক এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশকে খবর দিলে নৌ পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।
Leave a Reply