পীরগঞ্জে বৈষম্যহীন শোষনমুক্ত দেশ গড়ার লক্ষে শপথ গ্রহন

রানা,পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদা ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে গনপরিবহনে সচেনতা মুলক স্টিকার সাটানো, মশা নিধন ও আলোচনা সভা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা পরিষদের সামনে রাস্তায় গনপরিবহনে সচেনতামুলক স্টিকার সাটোনো শেষে উপজেলা পরিষদে মশা নিধনে স্প্রে করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যহীন শোষনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে শপথ গ্রহন ও আলোচনা সভা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকীব আহাম্মেদ সোহান, স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপাষ্ট এর সভাপতি মহিউদ্দীন জনি প্রমূখ।
আলোচনা সভা শেষে সফল যুব সংগঠন হিসেবে ল্যাম্পপোষ্ট, বাংলাদেশ পল্লী ফেডারেশ এবং অধৃষ্য ক্লাবকে ক্রেষ্ট প্রদান, গোবাদিপশু ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষন গ্রহনকারী ১১ জনের হাতে সনদ পত্র তুলে দেন অতিথিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *