পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন আহত

এস মশিউর রহমান,

স্টাফ রিপোটার।। মাধবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর শনিবার আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে   উপজেলার৬ নং শাহজানপুর  ইউনিয়নের  নয়াগাঁও  এলাকায় ।

আহত জামাল  মিয়া জানান গত ১২ অক্টোবর  পুকুর পারে বাস কাটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় এ সময় ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ চৌধুরী, ও স্হানীয় মেম্বার জসিম উদ্দিন মুন্সি ঘটনাস্থলে এসে মুরুব্বি ফরাসউদ্দীন মহালদারকে বিষয়টি মিমাংসা করার জন্য শালিস ও বিচারের দ্বায়িত্ব দেন  ,নয়াগাঁও  এলাকার প্রতিপক্ষ আহমদ আলীর  সাথে পূর্ব থেকেই তাদের জায়গা রাস্তা পুকুর নিয়ে  দ্বন্দ ছিল। ওই দ্বন্দকে কেন্দ্র করে ২৬ অক্টোবর  শনিবার দুপুরে শালিস ফরাস উদ্দিন, ও মুরুব্বি আলফাজ মহালদাদ সহ আরও অনেক উপস্থিত ছিলেন   বিচার চলা অবস্তায় বক্তব্য দেওয়ার আগে আপন মিয়া আমার মাও বোনদের গালিগালাজ করে এ সময় আমার ছোট ভাই প্রতিবাদ করলে  আহমদ আলী ও আপন মিয়া  ১৫/২০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দা,লোহার রড নিয়ে আক্রমণ  করে অকথ্যভাষায় গালি-গালাজ করতে থাকে। কামাল মিয়া  এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘর ভাংচুর করতে থাকে। এ সময় জামাল  মিয়া বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকার শুনে  ছফু মিয়া, তানবীর মিয়া, সীমা আক্তার, ঝড়না  বেগম, রুকিয়া বেগম  এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায়  জামাল  মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এ দিকে হামরাকারীর সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবী করেন।

এ ব্যপারে মাধবপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

জানান এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *