ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ
দক্ষ যুব গড়বে দেশ, বৈশম্যহীন বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা নভেম্বর শুক্রবার সকালে উপজেলার ইসলামাবাদে অবস্থিত ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যাললের কক্ষে ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ী করবস্থান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল রশীদ ফারুকী’র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মছিউর রহমান,ঈদগাঁও উপজেলার আনসার ভিডিপি’র অফিসার ইনচার্জ মোস্তফা গাজী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র প্রতিনিধি মোঃ ওসমান গণি (ইলি), ডাক্তার তৃণা শাখা,ঈদগাঁও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবীব আজাদ, শাহীনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বলেন,যুব উন্নয়ন এর অধিনে ৪১ টি প্রশিক্ষন এর ব্যবস্থা আছে।

সরকারিভাবে যুব উন্নয়ন কার্যালয়ের যুব কর্মকর্তা এবং ক্যাশিয়ার নিয়োগ করা হলেও কার্যক্রম শুরু হয়নি। দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু হলে উপজেলা’র বেকারত্ব যেমন কমে তেমন অপরাধ ও কমে যাবে বলে মন্তব্য করেন উপস্থিত সংশ্লিষ্টরা।

যুব উন্নয়ন মন্ত্রণালয় মূলত দেশের বেকার যুবক/যুবতিদের নিয়ে কাজ করেন। বেকার যুবক/যুবতিদের জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও আর্থিক ঋণ প্রদান করা হয়। তারা তাদের এই ঋণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *