October 31, 2024, 2:17 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গোদাগাড়ীতে থানা পুলিশ ১৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ সুজানগরে জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা সুজানগরের পদ্মায় পুলিশের এএসআই মুকুলের ম*রদেহ উদ্ধার নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার নড়াইলে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হ*ত্যা উপজেলা সমবায় অফিস নেছারাবাদে সমবায় দিবস পালনের নাম করে সমবায় সমিতি থেকে চাঁদাবাজির অভিযোগ রাজশাহীতে খরচ বেড়েছে আলু চাষে লক্ষ্যমাত্রা পুরুণে শঙ্কা ঝিনাইদহে সড়ক দু*র্ঘটনায় একজন নিহ*ত রাজশাহীতে ডা. কাজেম হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সস্মেলন দোয়ারাবাজারে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে মিজান চৌধুরী ‘ সংস্কার সেরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন’
উপজেলা সমবায় অফিস নেছারাবাদে সমবায় দিবস পালনের নাম করে সমবায় সমিতি থেকে চাঁদাবাজির অভিযোগ

উপজেলা সমবায় অফিস নেছারাবাদে সমবায় দিবস পালনের নাম করে সমবায় সমিতি থেকে চাঁদাবাজির অভিযোগ

আনোয়ার হোসেন,

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি //

নেছারাবাদে সমবায় দিবসের নাম করে সমবায় সমিতি থেকে ব্যাপকহারে চাদা তোলার অভিযোগ উঠেছে। প্রতিটি সমবায় সমিতি থেকে এক হাজার থেকে পাচ হাজার টাকা নিচ্ছে উপজেলা সমবায় অফিস। পপুলার মাল্টিপারপাস কোঅপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরী নামে জনৈক এক লোক মারফত ওই চাদা উঠানো হচ্ছে। আবার কোন কোন সমবায় সমিতি থেকে খোদ উপজেলা সমবায় কর্মকর্তা নিজে গিয়ে চাদা এনেছেন। আর এ কাজে তাকে সাহয্য করছেন, উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক পিন্টু। তবে, অফিসসহায়ক পিন্টু বলেছেন, আমি শুধুমাত্র সমবায় সমিতিতে সমবায় দিবসের দাওয়াত কার্ড দিয়ে এসেছি। কোন টাকা নেইনি।

আতা বহুমুখী সমবায় সমিতির মালিক উত্তম মিস্ত্রী বলেন, প্রতি বছর সমবায় দিবস পালনে আমি সমবায় অফিসে অনুষ্ঠান পালনে পাচ হাজার টাকা দেই। এ বছর আগামী ২ নভেম্বর(শনিবার) সমবায় দিবস পালনের জন্য পাচ হাজার টাকা দিয়েছি। তবে আমি অফিসে এসে টাকা দেইনি। উপজেলার পপুলার মাল্টিপারপাস কোঅপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরীর কাছে টাকা দিয়ে আসছি। এর পূর্বে বিগত বছরে দিবস পালনের জন্য অফিসের অফিস সহায়ক পিন্টু এসে টাকা নিত।

উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের ঘাসফুল ক্ষুদ্র সঞ্চয় ঋনদান সমবায় সমিতির মালিক বিধান রায় অভিযোগ করেন, সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি নিজে গিয়ে আমার অফিস থেকে পাচ হাজার টাকা চাদা এনেছেন। চাদা না দিলে তারা আবার অডিটে গিয়ে আইনের মারপ্যাচ দেখান। তাই ঝামেলা না করে চাদা দিয়ে দেই।

নিউ ন্যাশনাল সমবায় সমিতির মালিক মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, প্রতি বছর সমবায় দিবসে আমরা সব সমবায় সমিতিগুলো অফিসে একটা টাকা দিয়ে থাকি। এ বছরও আমার কাছ থেকে দুই হাজার টাকা ধার্য করা হয়েছে। চাদা না দিলে আবার অডিটে নানা ত্রুটি ধরা হয়।

সেবক হেল্থ এন্ড এডুকেশন সোসাইটি নামে অপর একটি সমিতির মালিক কৃষ্ণ কান্ত দাস বলেন, সমাবায় দিবস আসলে আমরা সবাই অফিসে একটা খরচ দিয়ে আসি। পপুলার সমিতির মালিক মো: ফরিদ চৌধুরী সবার কাছ থেকে চাদা তুলে অফিসে দিয়ে আসেন। আমাকে দুই হাজার টাকা চাদা দিতে হবে।

পপুলার মাল্টিপারপাস কোঅপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরী বলেন, সমবায় দিবসে অনুষ্ঠান সফল করার জন্য আমাদের একটা চাদা দিতে হয়। আমি সমবায় অফিসে পাচ হাজার টাকা দিয়েছি। মুলত সমবায় দিবস আসলে আমরা সবাই বৈঠক করে অফিসে অনুষ্ঠানের জন্য একটা খরচ দিয়ে আসি।

উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাসান রকি জানান, উপজেলায় মোট ২৬৪ টি সমবায় সমিতি রয়েছে। আগামী তিন মাসের মধ্য আরো কিছু সমিতি বাদ দেয়া হবে। সমবায় দিবস পালনের জন্য সরকারিভাবে বিশ হাজার টাকা বরাদ্দ এসেছে। তার থেকে ভ্যাট আইটি বাদ যাবে। দিবস পালনের জন্য মুলত অনেক খরচ হয়। সব সমবায় সমিতির মালিকেরা অনুষ্ঠানের দিন একটু মোরগ পোলাউ খাবে বলে তারা দাবি জানিয়েছে। তার প্রেক্ষিতে সাধ্যনুযায়ি যে যা পারছে দিচ্ছে। এখানো জোড় জবরদস্তি কিছু চাওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD