সুন্দরগঞ্জে জামায়াত শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ বাংজামায়াতের ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামাতে ইসলামের জেলা নায়েবে আমীর মোঃ মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসাইন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আতাউর রহমান, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ একরামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক বদরুল আমিন, উপজেলা উলামা মাশায়েক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক ইব্রাহিম আলী, ইসলামী ছাত্রশিবিরের রংপুর জেলা সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ। 

উল্লেখ্য-২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি–বৈঠার আঘাতে ঢাকাসহ সারাদেশে ২৬ জন জামাত শিবিরের নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *