সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি ডিসির আহবান

ময়মনসিংহ প্রতিনিধি।।
প্রশাসনে কর্মরত সকল সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে তাহলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানা ও ময়মনসিংহ সদর উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত
সদর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক মফিদুল আলম এসময় আরও বলেন,সমাজে কোন বৈষম্য সৃষ্টি করা যাবে না, যার যার স্থান থেকে সমাজটাকে সুন্দর করে তুলতে হবে,তিনি বলেন- অনেক ছাত্রের রক্তের বিনিময়ে দেশটা নতুন রুপে ফিরে এসেছে তাই এখন দেশের ভবিষৎ উজ্জল কামনা করতে হবে সবার।

সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরো বলেন, রাষ্ট্রের জনগণকে ভালো রাখতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক দেশকে সুন্দর ও সমৃদ্ধশালী করা। সরকারকে সহযোগিতা করতে হবে, আমরাও সরকারের একটি অংশ। সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। তবে আগামী প্রজন্ম একটি সুন্দর রাষ্ট্র দেখতে পাবে। সে লক্ষে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সকল ক্ষেত্রে সরকারের জনকল্যাণমুখী ভাবমূর্তি বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন,উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেনসহ উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *