রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:২৯-১০-২০২৪ইং।রাজারহাট সদর ইউনিয়নের দুর্গারাম আবাসন এলাকায় সহজসরল মহিলাদেরকে সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় প্রতারক’কে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গ্রেপ্তারকৃত সালমা আক্তার স্মৃতি(২৭)কে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।পুলিশ জানায়, টাকা বিনিময়ে সরকারি টিউবওয়েল বিতরণের বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে প্রতারক’কে আটক করে রাজারহাট থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে।অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারনা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত প্রতারক’কে ১৫১ ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply