বানারীপাড়ায় গাঁজাসহ দুই নারী ব্যবসায়ী গ্রে*প্তার

এস মিজানুল ইসলাম,বানারীপাড়া প্রতিনিধি।। বানারীপাড়ায় এক কেজি একশত গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম(৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৯ অক্টোবর ভোর সাড়ে ৬টার সময় বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে থানার এসআই আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি বরিশালের কাউনিয়া থানার সাধুর বটতলা এলাকায়।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়।#

এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *