নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডা: মামুন হাসানের পদায়নের কথা শুনেই সর্বসাধারনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আনোয়ার হোসেন,
নেছারারাদ(পিরোজপুর)প্রতিনিধি//

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নবপদায়নকৃত ডাক্তার মামুন হাসান-কে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচী করা হয়েছে।

২৬ অক্টোবর (শনিবার) নেছারাবাদ হাসপাতালের সামনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামিলীগের দোসর কোন দূর্নীতিবাজ ডাক্তার স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও হিসাবে যোগদান করতে পারবে না।
সকালে বিক্ষোভকারিরা নেছারাবাদ জগন্নাথকাঠি বন্দর থেকে বের হয়ে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান কয়েকটি সড়কে মিছিল করেন। মিছিলে ডাক্তার মামুন হাসানের দুর্নীতি সহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে শ্লোগান করেন।

পুনরায় মিছিলটি হাসপাতালের সামনে এসে শেষ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য প্রদান করেন, সাবেক পৌর মেয়র মো: শফিকুল ইসলাম ফরিদ, সমাজ সেবক মো: নাসির উদ্দীন তালুকদার সহ স্থানীয় ছাত্রজনতার বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় বক্তারা আরও বলেন, ডা: মামুন হাসান এর পরেও যদি নেছারাবাদ হাসপাতালে যোগদান করে, তাতে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এখানকার বিএনপি সহ ছাত্রজনতা এর দায়ভার নিবেনা। এই বিতর্কীত ডা মামুন হাসান ছাড়া যে কোন ডাক্তার নেছারাবাদে আসুক আমরা মেনে নিবো।

উল্লেখ্য ইতিপূর্বে ডা: মামুন হাসান বাগেরহাট জেলার চিতলমারি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। সেখানে সিমাহীন দুর্নীতি ও গত গত ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র জনতার বিপরীতে অবস্থানে ছিলেন। ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে বাগােরহাটের চিতলমারির ছাত্রজনতা তার পদত্যাগের দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলো। এতে তিনি ছাত্রজনতার তোপের মুখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সহাতায় বের হয়ে কিছু দিন আত্মগোপনে ছিলেন। তিনি এখন নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও হিসাবে পদায়নের কথা শুনেই সর্বস্তরের লোকজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *