হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪সেশনে  ৯০ অনুষদে ১০৫১ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।। 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সহ কৃষি গুচ্ছের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় নয়টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে 

পরীক্ষা শুরু হয়।

তিন হাজার ৭১৮টি আসনে  ভর্তি পরীক্ষায় মোট ৭৫ হাজার ১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।  আর প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন শিক্ষার্থী।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দু’টি বুথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের আসন বিন্যাস অনুযায়ী, হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (জোন-১) রোল নাম্বার ৮৩৯৬৭ থেকে ৮৪৫১৬ এবং হবিগঞ্জ সদরের ২ নং পুল এলাকায় হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে (জোন-২) রোল নাম্বার ৮৪৫১৭ থেকে ৮৫০১৭ পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।  

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  কৃষি, মৎস্য ও প্রণি বিভাগে   পরিক্ষায় অংশ নিয়েছেন ১০৫১ জন পরীক্ষার্থী। 

এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে তিন হাজার ৭১৮টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে আসন রয়েছে ৯০টি। এবার গুচ্ছ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে কথা বলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়েল ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।সাংবাদিক শাকিল চৌধুরী, প্রদিপ দাশ সাগর, সৈয়দ মশিউর রহমান, আব্দুল হান্নান চৌধুরী টিপু উপস্থিত ছিলেন। 

তিনি বলেন গতবছর মোট ৫শ শিক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশ নিয়েছিলো। এবছর ১০৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। আগামীতে আরও বাড়বে পরিক্ষার্থী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *