ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
টাংগাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা ৩০মিনিটে পৌর শহরের চান্দশী এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ সময় মো : সজীব (২৬), মো: জাহিদ (৩৬), মো : সবুজ খান (৩২) ও মো: রনি মিয়া (২৯)নামে ৪ জনকে গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস।তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিশেষ আইনের আওতায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস জানান ঘাটাইল পৌর শহরের চান্দশী এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা করে আসছিলেন সংগবদ্ধ একটি চক্র।গোপন সংবাদের ভিত্তিতে ৪ মাদক কারবারিকে হাতে নাতে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ প্যান্টাডল ট্যাবলেট জব্দ করা
হয়।
চার মাদক ব্যবসায়ির ৩মাসের কারাদন্ডের বিষয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস জানান নেশা জাতীয় ট্যাবলেট বিক্রি করার কারণে তাদের কে জেল হাজতে পাঠানো হয়।
Leave a Reply